আমরা কেউ একা নই

এই ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য আরেচ্ছ উপজেলার শহরবাসী যারা করোনা ভাইরাস এর জরুরী কারণে ঘর থেকে বের হতে পারছেন না, কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালাশে স্থানীয় খাবার পণ্যসামগ্রীর দোকানের তালিকা খুঁজছেন।অন্যদিকে সকল নিত্যপ্রয়োজনীয় ছোট ব্যবসায়ী যারা আপনার প্রয়োজনে আপনার বাসা পর্যন্ত আপনার প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে থাকবে ।

তবে আমাদের এই প্রচার এর লক্ষ্য আমাদের শহরের স্থানীয় মাঝারি এবং ছোট ব্যবসায়ীরা, যারা চলমান করোনা ভাইরাস এর কারনে অর্থনৈতিক সংকটে আছেন, তাঁদের সাহায্যে। তারা যেন সরকার প্রদত্ত নিয়ম মেনে হোম সার্ভিস দিয়ে গ্রাহকদের নিরাপদ বিতরণ পরিষেবা নিশ্চিত করতে পারে আর নিজেরাও নিজেদের অর্থনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে পারে। সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ।

কোভিড ১৯- নামের পরিচিত ভাইরাসকে পরাজিত করাই আমাদের মূল লক্ষ । বিশেষত যারা ভাইরাস প্রতিরোধে অক্ষমতাশালী (বিভিন্ন কারনে অসুস্থ) বা বয়স্কপ্রাপ্ত তাদের ক্ষেত্রে যেকোন চলাচল সর্বাধিক সীমাবদ্ধতা প্রয়োজন। আর এই সীমাবদ্ধতাই সাধারণভাবে ভাইরাসটির সম্ভাব্য সংক্রামনের সুযোগ হ্রাস করা সম্ভব । যতটা সম্ভব শহরে ভ্রমণ হ্রাস করা, এমনকি কেনকাটা জন্য প্রাথমিক পণ্য যেমন খাদ্য এবং ওষুধ ক্রয়ের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রাখা উচিৎ।

ব্যাবসা প্রতিষ্ঠান এর ক্যাটাগরি

কোন জাতীয় প্রডাক্ট বিক্রি হয়

কোন জোনে আপনার প্রতিষ্ঠান

আরেচ্ছ পৌরসভার অনুমোদিত

Instagram did not return a 200.